হেফাজত নেতা হাবিবী-কাশেমী রিমান্ডে

বায়তুল মোকাররমে সংঘর্ষের মামলায় হেফাজতে ইসলামের দুই নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী এবং মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2021, 12:27 PM
Updated : 29 April 2021, 01:15 PM

পুলিশের আবেদনে বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম দুই হেফাজত নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন হেফাজতের আদেশ দেন।

হাবিবী হেফাজতের ঢাকা মহানগর কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক; কাশেমী সংগঠনটির সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত মাসে হেফাজতের বিক্ষোভ-হরতালে নাশকতার ঘটনার মামলায় পুলিশ সংগঠনটির ডজন খানেক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে।

বুধবার রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে কাশেমীকে এবং ডেমরা থেকে হাবিবীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পল্টন থানার মামলায় তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিল গোয়েন্দা পুলিশ। তবে শুনানি শেষে বিচারক তিন দিন রিমান্ডের আদেশ দেন বলে পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার জাফর হোসেন জানিয়েছেন।

এদিকে পল্টন থানার আরেক মামলায় হেফাজতের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে ফের তিন দিনের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

গত ২২ এপ্রিল খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে মানিকগঞ্জে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ৫ দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ।