বেকারদের জন্য চাই সরকারের উদ্যোগ: জিএম কাদের

করোনাভাইরাস মহামারীতে বেকার হয় পড়া মানুষের জন্য সরকারের উদ্যোগ চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2021, 08:51 AM
Updated : 27 April 2021, 08:51 AM

মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “করোনাকালে কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি হয়ে পড়েছে। অসহায়ের পাশে দাঁড়াতে হবে সমাজের বিত্তবানদেরও।

“বিভিন্ন সূত্রে জানা গেছে করোনায় প্রায় আড়াই কোটি মানুষ নতুনভাবে দরিদ্র হয়েছে। তাই তাদের পাশে দাঁড়ানো জরুরি।”

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “করোনাকাল চলছে, তার ওপর রমজান ও আসন্ন ঈদ। এতে ভালো নেই সাধারণ মানুষ। কর্মহীন মানুষ সঞ্চয় ভেঙে সংসার চালিয়ে রিক্ত হয়ে পড়েছে। কর্মহীনদের জন্য সরকারের পক্ষ থেকেই মূল উদ্যোগ নিতে হবে।”

সেই সঙ্গে দলের নেতা-কর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, “সাধ্যমত সহায়তা করুন সম্বলহীন মানুষকে।”