মতিন খসরুর আসন ‍শূন্য ঘোষণা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর মৃত্যুতে তার সংসদীয় আসন কুমিল্লা-৫ শূন্য ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2021, 06:45 AM
Updated : 22 April 2021, 06:45 AM

সংসদ সচিব জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক গেজেটে বুধবার আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আসন শূন্য হওয়ার পর এখন ৯০ দিনের মধ্যে ওই আসনে উপ-নির্বাচনের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ এপ্রিল মারা যান আবদুল মতিন খসরু।

করোনাভাইরাস থেকে সেরে উঠলেও পরবর্তী জটিলতায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। 

কুমিল্লা-৫ আসনের পাঁচবারের সংসদ সদস্য মতিন খসরু ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আওয়ামী লীগের ১৯৯৬-২০০১ মেয়াদের সরকারে তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

গত ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে তিনি সভাপতি নির্বাচিত হন। গত ১২ এপ্রিল অসুস্থ অবস্থায় সমিতির সভাপতির দায়িত্ব নিয়েছিলেন তিনি।