বাঁশখালীতে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেওয়ার দাবি

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লা বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ শ্রমিকের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে তাদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দাবি করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2021, 10:05 AM
Updated : 21 April 2021, 10:05 AM

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে ১০ দফা দাবি তুলে শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে হয়রানি বন্ধেরও আহ্বান জানানো হয়।

গত ১৭ এপ্রিল বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রের এসএস পাওয়ার প্ল্যান্টে পুলিশের সঙ্গে সংঘর্ষের মধ্যে গুলিতে পাঁচজন শ্রমিক নিহত হন।

স্কপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনও পূর্ব নোটিস ছাড়া, নিজেদের জীবন হারানোর মতো ঝুঁকি তৈরি হওয়া ছাড়া পুলিশ নির্বিচারে গুলি করতে পারে না।

“যদি ওই শ্রমিকদের বুকে পুলিশ গুলি চালিয়ে থাকে তাহলে খুনের অপরাধে পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসন বা পুলিশের তদন্ত নয়, প্রকৃত সত্য উদঘাটন ও অপরাধীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।”

কয়েক হাজার শ্রমিকের নামে সম্পদ ধ্বংসের মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে অভিযোগ করে স্কপ নেতারা বলেন, শ্রমিকদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

স্কপের যুগ্ম সমন্বয়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান, সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ফিরোজ হোসেন, জাতীয় শ্রমিক জোটের যুগ্ম সম্পাদক সালেক আহমেদ।