লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে বিএনপি: কাদের

করোনাভাইরাসের টিকা নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ বিএনপি এখন লকডাউনের বিষয়ে অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2021, 08:57 AM
Updated : 16 April 2021, 08:57 AM

শুক্রবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে করোনাভাইরাসের সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি প্রশ্ন রাখেন, “বিএনপি কি চায় না, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসুক?”

অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি তাদের অসহায়ত্ব নিয়ে রাজনৈতিক বুলি আওড়াচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

 দেশে গণতন্ত্র নেই বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বরেন, “বিএনপি গণতন্ত্রকে এগিয়ে নিতে কী ভূমিকা পালন করেছে?

“পদে পদে বাধা সৃষ্টি করে অগণতান্ত্রিক চর্চা করে তারা এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে। এদেশের গণতন্ত্রকে হত্যা এবং দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল বিএনপি।”

‘দেশকে বিএনপিশূন্য করাই সরকারের লক্ষ্য’ দলটির নেতাদের এমন অভিযোগ নাকচ করে ওবায়দুল কাদের বলেন, “সরকার চায় বিএনপি সত্যিকার অর্থে একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন করুক।

“অপরিণামদর্শী ও জনবিরোধী কর্মসূচির কারণেই বিএনপির রাজনীতি এখন গভীর সাগরে রাডারবিহীন জলযানের মত। তারা এখন পথহারা পথিক।”