ফেইসবুক লাইভে নূর, ‘পাগলের প্রলাপ’ বলল ছাত্রলীগ

ফেইসবুক লাইভে এসে হেফাজতে ইসলামের নেতাদের সুরে আওয়ামী লীগের বিরুদ্ধে যে বক্তব্য রেখেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, তাকে ‘পাগলের প্রলাপ’ বলল ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2021, 07:01 PM
Updated : 15 April 2021, 07:21 PM

বুধবার বিকালে ফেইসবুক লাইভে আসেন ছাত্র অধিকার পরিষদের নেতা নূর। তিনি হেফাজত নেতাদের আটকের প্রতিবাদ জানাতে গিয়ে বলেন, “কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না।”

নুরুল হক নূর

১ ঘণ্টা ১০ মিনিটের ওই বক্তব্যে তিনি বলেন, “আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম উলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের চরিত্র হরণ করছে, এরা মুসলমান হতে পারে না।”

করোনাভাইরাসের বিস্তার রোধে সর্বত্র জনসমাগম বন্ধের পাশাপাশি মসজিদে জামাতে মুসল্লির সংখ্যা বেঁধে দেওয়ার যে নির্দেশনা সরকার দিয়েছে, তা অমান্য করার জন্যও সবাইকে আহ্বান জানান নূর।

হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ড সরকারের ‘চাল’ রয়েছে বলেও দাবি করেন তিনি।

আওয়ামী লীগ সরকারকে ‘জালিম’ আখ্যা দিয়ে নূর বলেন, “এই জালিমের বিরুদ্ধে কথা, জনগণকে সংগঠিত করা এখন ফরজ হয়ে গেছে।”

ছাত্রলীগ-যুবলীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, “যারা নিজেদের মুসলমান দাবি করেন, অন্তত আওয়ামী লীগ কইরেন না।”

নূরের বক্তব্যের প্রতিক্রিয়ায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নূর মানসিক বিকারগ্রস্ততার জায়গা থেকে সব সময় উল্টোপাল্টা কথাবার্তা বলে থাকে। এর দ্বারা তিনি ইতোমধ্যে ছাত্র সমাজের কাছে হাসির পাত্র হিসেবে উপস্থাপিত হয়েছে। তার কথায় এখন আর কেউ গুরুত্ব দেয় না।”

দেশের ধর্মীয় অনুভূতি ও রাজনীতি সম্পর্কে নূরের ‘বিন্দুমাত্র জ্ঞান নেই’ মন্তব্য করে লেখক বলেন, “অ্যান্টি আওয়ামী লীগ হিসেবে নিজেকে প্রচার করার জন্য, তিনি এরকম পাগলের প্রলাপ ছড়ায়। আমি তার মানসিক সুস্থতা কামনা করি।”

যে ফেইসবুক পাতা থেকে এই লাইভ করেছেন, তাতে নিয়মিতই বক্তব্য নিয়ে হাজির হন তিনি।

নতুন এই বক্তব্যের বিষয়ে নূরের সঙ্গে কথা বলতে তার মোবাইলে কল করা হলেও তিনি ফোন ধরেননি।

নূরের এই বক্তব্য ফেইসবুকে দ্রুতই ছড়িয়ে পড়ে। তার প্রতি সমর্থন যেমন করা হচ্ছে, তেমনি সমালোচনাও আসছে।

এর মধ্যেই একজন সেখানে মন্তব্য করেছেন- “ভাই তোরে অনেক পছন্দ করি কিন্তু এইবার একটু থাম, ঠিকঠাক রোজা কর, মানুষের জন্য দোয়া কর, ইসলাম শান্তির ধর্ম, মানুষ এখন অসহায় প্লিজ এগুলো বন্ধ কর, আর ভাই ভাবছিলাম তোমারে দিয়ে ভালো কিছু পাবো কিন্তু এখন মনে হচ্ছে আর হবেনা।”