সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2021 01:23 PM BdST Updated: 04 Apr 2021 02:00 PM BdST
ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক মারা গেছেন।
রোববার বেলা ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জানান।
অধিবেশনের সমাপনী বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, “এইমাত্র খবর পেলাম আসলামুল হক ইন্তেকাল করেছেন। অত্যন্ত দুঃখের খবর। গতকালও তিনি সংসদে ছিলেন।
“সুস্থ মানুষ ছিলেন। স্ট্রোক করে মারা গেছেন। স্কয়ার হাসপাতালে ছিলেন।”
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান জানান, ৬০ বছর বয়সী আসলাম গুরুতর অসুস্থ বোধ করলে রোববার তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।
প্রধানমন্ত্রী এক শোকবার্তায় আসলামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদে যান আসলামুল হক। একাদশ ও দ্বাদশ সংসদেরও এমপি ছিলেন তিনি।
আসলামুল হকের জন্ম ১৯৬১ সালে। সংসদের তথ্য অনুযায়ী আসলামুল হক বিবিএ পড়ছিলেন। ব্যবসায়ী আসলামুল হকের প্রতিষ্ঠান মায়িশা গ্রুপ।
সংসদে প্রধানমন্ত্রী তার মৃত্যুর খবর জানানোর পর আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে শোক প্রকাশ করেন।
-
মতিন খসরুর আসন শূন্য ঘোষণা
-
কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষক লীগ
-
হেফাজতের আরও ২ নেতা গ্রেপ্তার
-
‘লিপ সার্ভিস’ নয়, মানুষের পাশে দাঁড়ান: বিএনপিকে কাদের
-
মহামারীতে সরকারের জুলুম বেড়েছে বহুগুণ: ফখরুল
-
বাঁশখালীতে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেওয়ার দাবি
-
খালেদার অবস্থা আগের চেয়ে ভালো
-
তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- লকডাউন: করোনাভাইরাসের মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- সেঞ্চুরিতে রাঙিয়ে শান্তই আছেন শান্ত