রুমিনকে হুইপ দেখতে চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2021 06:20 PM BdST Updated: 04 Apr 2021 02:22 AM BdST
-
ফাইল ছবি
জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত আসনের সদস্য রুমিন ফারহানাকে দলীয় হুইপ হিসেবে চায় তার দল।
শনিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের স্বাক্ষরে স্পিকারের কাছে ওই চিঠি দেওয়া হয়।
হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিএনপি দলীয় হুইপ হিসেবে রুমিন ফারহানার নাম দিয়ে স্পিকারকে চিঠি দিয়েছি। এখন স্পিকার এ বিষয়ে তার সিদ্ধান্ত জানাবেন।”
সংসদের প্রধান হুইপ (সরকারি দলের) মন্ত্রী এবং অন্য হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। রাষ্ট্রপতির অনুমোদন নিয়েই এসব নিয়োগ দেওয়া হয়।
তবে বিরোধীদলীয় প্রধান হুইপ ও হুইপ মনোনয়ন দেয় সংশ্লিষ্ট দল। পরে স্পিকারকে এ বিষয়ে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা একটি চিঠি দিয়েছে। এ বিষয়ে আইন দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”
রুমিন ফারহানা নিজের ফেইসবুক পাতায় লিখেছেন, “দলের পক্ষ থেকে আমাকে জাতীয় সংসদের হুইপ মনোনয়ন দেওয়া হয়েছে। আমার প্রতি দলের সর্বোচ্চ নেতৃত্ব যে আস্থা রেখেছে তার মর্যাদা রক্ষার আপ্রাণ চেষ্টা আমি করব।”
স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিতর্কের পরিপ্রেক্ষিতে মত দিয়েছিলেন, ২৫ জনের কম সদস্য নিয়ে কোনো দল গঠিত হলে এবং ওই দলে কমপক্ষে ১০ জন সদস্য থাকলে ওই দলকে পার্লামেন্টারি গ্রুপ বলা যেতে পারে। কিন্তু সংসদীয় দল বলা যাবে না।
এরপর সব সংসদেই এই রীতি মানা হয়েছে। বিরোধী দলের বাইরে অন্য দল বা গ্রুপ নিয়ে কোনো সুনির্দিষ্ট আইন নেই।
বর্তমানে বিএনপির সংসদ সদস্য সাত জন। বিরোধী দল জাতীয় পার্টির প্রধান হুইপ মসিউর রহমান রাঙ্গার মাধ্যমে তাদের সংসদীয় কার্যক্রম করা হয়।
-
মতিন খসরুর আসন শূন্য ঘোষণা
-
কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষক লীগ
-
হেফাজতের আরও ২ নেতা গ্রেপ্তার
-
‘লিপ সার্ভিস’ নয়, মানুষের পাশে দাঁড়ান: বিএনপিকে কাদের
-
মহামারীতে সরকারের জুলুম বেড়েছে বহুগুণ: ফখরুল
-
বাঁশখালীতে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেওয়ার দাবি
-
খালেদার অবস্থা আগের চেয়ে ভালো
-
তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- লকডাউন: করোনাভাইরাসের মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ গ্রেপ্তার