পণ্যের ‘দাম বাড়ানোর সিন্ডিকেটে’ সরকার: ফখরুল
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2021 06:47 PM BdST Updated: 02 Apr 2021 07:44 PM BdST
পণ্যের দাম বাড়ানোর ‘সিন্ডিকেটের’ সঙ্গে সরকারের যোগ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি মনে করেন, এ কারণেই বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে।
শুক্রবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, “আমরা খুব উদ্বিগ্ন ও চিন্তিত যে সামনে রমজান আসছে। ইতিমধ্যে চাল-ডাল-লবণসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়ে গেছে, এটাকে নিয়ন্ত্রণে রাখতে সরকার সবসময় ব্যর্থ হয়েছে।
“কারণ যারা দাম বাড়ায় সেই সিন্ডিকেটের সঙ্গে সরকার জড়িত। সরকারের লোকেরাই এই সিন্ডিকেট তৈরি করে। যার ফলে এই অবস্থা। প্রকৃতপক্ষে এই অর্থনীতি এখন একটা দুর্নীতিবাজদের অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে, লুটেরাদের অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে।”
করোনাভাইরাস সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন
সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব।
‘ফের মামলা সরকারের চক্রান্তের অংশ’
মির্জা ফখরুল বলেন, “বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা দায়ের, গ্রেপ্তারের ঘটনা হচ্ছে, এটা সামগ্রিকভাবে আওয়ামী লীগের যে চক্রান্ত, সেই চক্রান্তেরই একটা অংশ। অর্থাৎ এখন যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা মনে করছেন যে, এটা সরকারেরই সাজানো।

গত কয়েকদিনে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার পরিসংখ্যান তুলে ধরেন তিনি।
সাম্প্রতিক সহিংসতায় জড়িত থাকার অভিযোগে বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীকে গ্রেপ্তারের প্রসঙ্গে ফখরুল বলেন, “নিপুণ রায় চৌধুরী একজন কর্মরত আইনজীবী, একজন সক্রিয় মানবাধিকার কর্মী এবং সচেতন রাজনীতিক। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার প্রশ্নই উঠতে পারেনা। এটা সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্রমূলক, সাজানো এবং মিথ্যা দোষারোপ করার একটি জঘণ্য চক্রান্ত।”
তিনি বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারদের মুক্তির দাবি জানান।
‘জনসচেতনতা সৃষ্টিতে সরকার ব্যর্থ’
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে যে সচেতনতা সৃষ্টি করার প্রয়োজন ছিল জনগনের মধ্যে, তা করতে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।
“তারা নিজেদেরকে সুরক্ষিত রেখেছেন, নিজেরা মাস্ক পরেছেন, ফেসশিল্ড পরেছেন, ঘর থেকে বেরোননি। আর সাধারণ মানুষকে ঠেলে দিয়েছেন ঘর থেকে বেরোনোর জন্য,” বলেন বিএনপি মহাসচিব
-
হেফাজতের আরেক নেতা গ্রেপ্তার
-
‘ভোগের সংস্কৃতি’ থেকে বেরিয়ে আসতে হবে, বললেন হাছান মাহমুদ
-
মতিন খসরুর আসন শূন্য ঘোষণা
-
কৃষকের ধান কেটে দিচ্ছে কৃষক লীগ
-
হেফাজতের আরও ২ নেতা গ্রেপ্তার
-
‘লিপ সার্ভিস’ নয়, মানুষের পাশে দাঁড়ান: বিএনপিকে কাদের
-
মহামারীতে সরকারের জুলুম বেড়েছে বহুগুণ: ফখরুল
-
বাঁশখালীতে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেওয়ার দাবি
সর্বাধিক পঠিত
- ‘অর্থ সহযোগিতা’ চায় হাটহাজারী মাদ্রাসা
- বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল
- তিন নম্বরের পর পাকিস্তানের সব টেল এন্ডার!
- স্বাস্থ্যের নরম সুর, চাইল পুলিশের সহায়তা
- ৫১৪ বল আর সেরা জুটিতে রেকর্ড বইয়ে শান্ত-মুমিনুল
- কলকাতার একাদশে জায়গা হারালেন সাকিব
- কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্তের বিশ্ব রেকর্ড
- লকডাউন: করোনাভাইরাসের মৃত্যুময় সপ্তাহে কমেছে শনাক্তের হার
- টপ অর্ডারের এমন ছবি ১৮ বছর পর
- সেঞ্চুরিতে রাঙিয়ে শান্তই আছেন শান্ত