ছাত্রদলের ৩ নেতা-কর্মীর জন্য ফখরুলের উদ্বেগ
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2021 12:38 AM BdST Updated: 01 Mar 2021 12:38 AM BdST
-
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনার প্রতিবাদে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে পুলিশ লাঠি চালালে পাল্টা ইট ছোড়ে ছাত্রদলের বিক্ষুব্ধ কর্মীরা।
-
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতা-কর্মীর খোঁজ না মেলায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Related Stories
তিনি রোববার রাতে এক বিবৃতিতে বলেছেন, সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ধ্যায় টিএসসি এলাকা থেকে তাদের তুলে নিয়ে গেলেও আটকের কথা অস্বীকার করছে।
এরা হলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য আনিসুর খন্দকার অনিক, এফ রহমান হল ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার জিসান এবং সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের কর্মী আতিক মোর্শেদ।
ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় রোববার ছাত্রদলের বিক্ষোভ পণ্ড করে দেয় পুলিশ। এরপর সংগঠনটির নেতা-কর্মীদের আটকও করে।
ফখরুল বলেন, “সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার সময় তাদের টিএসসি এলাকা থেকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আটকের বিষয়টি স্বীকার করছে না।
“আটকের পর থানাসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে তাদের পরিবার ও সংগঠনের নেতাকর্মীরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন।”
অনিক, জিসান ও মোর্শেদকে অবিলম্বে জনসম্মুখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।
তিনি সরকারের সমালোচনা করে বলেন, “এই ধরনের ঘটনা কেবলমাত্র দুর্বিনীত দুঃশাসনেই ঘটে থাকে। নিষ্ঠুর কর্তৃত্ববাদী শাসনের কারণেই রাষ্ট্রসমাজে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।
“আইন শৃঙ্খলা বাহিনী এখন আইনের রক্ষক না হয়ে দেশবাসীর কাছে মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। ভোটারবিহীন একদলীয় শাসনকে টিকিয়ে রাখতে তারা প্রাইভেট বাহিনীর মতো কাজ করছে।”
এমন ‘অরাজকতা’ জনগণ সহ্য করবে না বলেও সরকারকে হুঁশিয়ার করেন তিনি।
-
খালেদার অবস্থা ‘স্থিতিশীল’
-
ইলিয়াসকে ‘গুমে বিএনপির কেউ’, ইঙ্গিত মির্জা আব্বাসের
-
হেফাজত নেতা জুনায়েদ ও জালাল গ্রেপ্তার
-
করোনাভাইরাসের সঙ্গে সরকারকে তুলনা করলেন ফখরুল
-
ইতিহাসকে অস্বীকার করতে চায় বিএনপি: হাছান
-
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি নেতা আমান
-
হেফাজত রাষ্ট্রক্ষমতা দখল করতে চায়: মোজাম্মেল হক
-
আওয়ামী লীগের মুজিব নগর দিবস পালন
সর্বাধিক পঠিত
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসিম
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- কী ঘটেছে বাঁশখালীতে?