ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে সবাই সোচ্চার হন: কামাল

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি কামাল হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2021, 01:46 PM
Updated : 28 Feb 2021, 01:46 PM

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি মুশতাক আহমেদের মৃত্যুর পর ক্ষোভ-বিক্ষোভ থেকে নতুন করে আইনটি বাতিলের দাবি ‍ওঠার মধ্যে রোববার এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

কামাল বলেন, “সরকারের হেফাজতে কারাগারে থাকা অবস্থায় মুশতাক আহমেদের মৃত্যুতে দেশবাসীর সাথে আমিও মর্মাহত এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত মুশতাকের জামিন না পাওয়া ও সুস্থ মানুষটার হঠাৎ মৃত্যুতে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।

“অবিলম্বে এই ডিজিটাল নিরাপত্তা নামের কালো আইনটি প্রত্যাহারেরও দাবি করছি আমি। এই কালো আইন বাতিলে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে জনগণকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।”

মুশতাকের মৃত্যুর বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের জন্যও সরকারের প্রতি দাবি জানান প্রবীণ আইনজীবী কামাল।