সরকারের ‘পতনের সাইরেন’ শুনছেন রিজভী
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2021 01:11 PM BdST Updated: 19 Feb 2021 01:11 PM BdST
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ‘পতনের চূড়ান্ত পর্যায়ে’পৌঁছে গেছে মন্তব্য করে নেতাকর্মীদের সেজন্য ‘অপেক্ষা’ করতে বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, “দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, এই মাফিয়া রাষ্ট্রতন্ত্রের পতন অত্যাসন্ন। আমাদের ইতিহাস বলছে, এখানে কখনোই স্বৈরশাসককে গ্রহণ করেনি এই দেশের মানুষ।”
দেশ ‘স্বৈরশাসনের’ চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “তার পতনের ঘণ্টা, তার পতনের সাইরেন বাজছে। তার বিদায়ের ঘণ্টা বেজে গেছে, এখন তার পতনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।”
রিজভীর ভাষায়, সরকারের ‘অন্যায়, অপকর্ম’ এখন আন্তর্জাতিকভাবে প্রচারিত হচ্ছে। তারা ‘মুখ দেখাতে পারছে না’।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আবারও দাবি করেন, তাদের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নড়াইলের আদালত।
শহীদদের নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে এক মামলায় গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এর প্রতিবাদে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির অফিসে সামনে আয়োজিত মানবন্ধনে ‘পুলিশি বাধার’ ঘটনারও সমালোচনা করেন রিজভী।
জাতীয়তাবাদী তাঁতী দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমানের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গিয়েছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তারা মোনাজাতে অংশ নেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম ও স্বেচ্ছাসেবক দলের মীর সরফত আলী সপুসহ তাঁতী দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
-
রাজশাহীতে বিএনপি নেতার বক্তব্যেই দলের চরিত্র স্পষ্ট: কাদের
-
সরকার বিএনপির ‘সংবেদনশীল জায়গায় আঘাত’ করছে: গয়েশ্বর
-
কয়েকজন মিলে বললেই করতে হবে, তা কিন্তু নয়: তথ্যমন্ত্রী
-
যুবদলের সমাবেশের পর ধরপাকড়ের অভিযোগ
-
ডিজিটাল নিরাপত্তা আইনের বেশি ভুক্তভোগী সাংবাদিকরা: ফখরুল
-
এইচ টি ইমাম আর নেই
-
২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি
-
একদলীয় শাসন চালু আছে ভিন্ন মোড়কে: ফখরুল
সর্বাধিক পঠিত
- শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- বার্সা কোচ কুমানের চাওয়া রিয়ালের জয়!
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- কোর্তোয়া বনাম ওবলাক: লড়াইটা তাদেরও
- ‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র