প্রশাসনের মদদ পাচ্ছে সরকারি দলের প্রার্থীরা: জিএম কাদের

সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন সরকারি দলের প্রার্থীদের সহায়তা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2021, 12:04 PM
Updated : 16 Feb 2021, 12:04 PM

এতে গণতান্ত্রিক চর্চা ব্যাহত হচ্ছে বলে মঙ্গলবার এক সভায় মন্তব্য করেছেন তিনি।

সংসদে বিরোধীদলীয় উপনেতা কাদের বলেন, “বর্তমান সময়ে সরকারদলীয় প্রার্থীরা অর্থ ও পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। এমন বাস্তবতায় প্রশাসন সহায়তা করছে সরকারি দলের প্রার্থীদের। নির্বাচনে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছে না প্রশাসন।

“ফলে নির্বাচনের ফলাফল একতরফা হয়ে যাচ্ছে। এতে রাজনৈতিক দল ও সংগঠনগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।”

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “এভাবে চলতে থাকলে দেশের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হতে পারে, যাতে অপশক্তির উত্থান হবার আশঙ্কা রয়েছে। কখনও কখনও অপশক্তির উত্থান অধিকার বঞ্চিত সাধারণ মানুষের সমর্থন পায়, যা কখনোই গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা হতে পারে না।”

তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে সংশ্লিষ্টদের আরও কার্যকর উদ্যোগ নিতে হবে বলে মনে করেন তিনি।

ঢাকার বনানীতে নিজের রাজনৈতিক কার্যালয়ে ‘পল্লীবন্ধু পদক-২০২১’ বাস্তবায়ন পরিষদের এক সভায় কথা বলেন জিএম কাদের।

সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, “দুর্নীতি ও দুঃশাসন থেকে দেশের মানুষকে মুক্তি দিতেই জাতীয় পার্টির রাজনীতি। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে দেশের মানুষকে মুক্তি দেবে জাতীয় পার্টি।”

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সাল চিশতীর সভাপতিত্বে ওই সভায় আরও উপস্থিত ছিলেন দলে সভাপতিমণ্ডলীর সদস্য এটিইউ তাজ রহমান, সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা এমএম নিয়াজ উদ্দিন, হেনা খান পন্নী, আমানত হোসেন আমানত।