স্ত্রীকে নির্যাতনের মামলায় ঢাকা আ. লীগের নেতা আনাম গ্রেপ্তার

যৌতুক দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দারুস সালাম থানা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মাজহারুল আনামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2021, 01:26 PM
Updated : 26 Jan 2021, 01:26 PM

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মাহতাব উদ্দিন বলেন, আনামের স্ত্রী ফিরোজা পারভীন মঙ্গলবার তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। তারপর আনামকে মিরপুরের লালকুঠির বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ফিরোজা পারভীন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর ছোট বোন।

মামলায় সাতজনকে আসামি করা হয়েছে জানিয়ে উপ-কমিশনার মাহতাব বলেন, আনামকে এক নম্বর আসামি করা হয়েছে। বাকি আসামিরা তার স্বজন।

তবে সাত নম্বর আসামি এক নারী আনামের সঙ্গে ‘পরকীয়ায় লিপ্ত’ বলে অভিযোগ করা হয়েছে।

মামলায় বলা হয়েছে, তাদের সংসার সুখেই চলছিল। এরইমধ্যে অন্যান্য আসামির যোগসাজশ ও কুপরামর্শে ৭ নম্বর আসামির সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় আনাম।এ নিয়ে সংসারে অশান্তি নেমে আসে। প্রায়ই নির্যাতন চালানো হত তার উপর।

ফিরোজা পারভীনের অভিযোগ, গত বছরের ১২ এপ্রিল তাকে মারধর করে বাবার বাসা থেকে ১০ লাখ টাকা এনে দেওয়ার দাবি করেন আনাম। পরে ১২ ডিসেম্বরও যৌতুকের জন্য নির্যাতন করা হয়।

সর্বশেষ ২৫ জানুয়ারি আনাম ১০ লাখ টাকা যৌতুকের জন্য আবারও নির্যাতন করেন বলে অভিযোগ করেছেন তিনি।