এক টিকায় লাভ ১১ ডলার, এরা কি মানুষ: মান্না
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2021 04:21 PM BdST Updated: 21 Jan 2021 04:21 PM BdST
বেসরকারি কোম্পানির মাধ্যমে সরকারের টিকা সংগ্রহের সমালোচনা করেছেন নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “দুই ডলার ৭০ সেন্টে অক্সফোর্ড টিকা বেচে। দুই ডলারের টিকা বেক্সিমকো বেচবে ১৩ ডলারে। একটা টিকাতে লাভ করবে ১১ ডলার।এরা কি মানুষ যারা ক্ষমতায় আছে?
“বেক্সিমকোর সাথে ব্যবসা হবে সরকারের। আমি এখান থেকে ঘোষণা করতে চাই, এই ব্যক্তিগত কোম্পানির মাধ্যমে ব্যবসা বন্ধ করতে হবে। টিকা নিয়ে তাদের (বেক্সিমকো) ধান্দাবাজী ব্যবসা সরকারের সাথে মিলে- এটা করতে দেব না।”
মান্না বলেন, “দেশের গরীব মানুষ টিকা পাবে তার কোনো গ্যারেন্টি আছে? ওরা যে রকম লিস্ট দিয়েছে, কেবল মাত্র সরকারের ক্ষমতায় যারা থাকবে তাদেরকে প্রথম টিকা দেওয়া হবে। আপনি দেখেন ইংল্যান্ডে প্রথম টিকা দেওয়ার নিয়ম কী করা হয়েছে? ফ্রান্স, আমেরিকা, পুরো ইউরোপ কী করেছে? আর বাংলাদেশ কী করছে?
“প্রধানমন্ত্রী বক্তৃতা করেছিলেন মানুষকে বিনা পয়সায় টিকা দেব- সেই কথা সম্পূর্ণ ভুলে গেছ্নে। যারা বলেছিলেন ১০ টাকা করে চাল খাওয়াব, এখন ৫০ টাকা চাল হয়েছে। মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক। এদের সঙ্গে আপস করা যাবে না।”
এই অবস্থা থেকে উত্তরণে শহীদ আসাদের আদর্শ অনুসরণ করে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
“শহীদ আসাদকে স্মরণ করে আমি আপনাদের কাছে এটাই আহ্বান জানাব, যদি তাকে সত্যি শ্রদ্ধা জানাতে চান, তার এই পথে থেকে আসুন আগামীতে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করি- আজকের দিনে এটাই শপথ হোক।”
শহীদ আসাদ ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ আসাদের ৫২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভা হয়।
সংগঠনের সভাপতি আজিজুল্লাহ এম নুরুজ্জামান নূরের সভাপতিত্বে ও ফারুক আহমেদ শিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য জহির উদ্দিন স্বপন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামুজ্জামান মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
-
‘গণতন্ত্র পুনরুদ্ধারে বৃহত্তর ঐক্য’ চান ফখরুল
-
শিশুদের নিরাপদ আবাস দিতে না পারার দায় আমাদের: ফখরুল
-
আর কোনো নির্বাচনে যাব কিনা, সিদ্ধান্ত প্রেসিডিয়ামে: বাবলু
-
ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা
-
সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকে অসম্মান করেছে বিএনপি: কাদের
-
স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত, বেড়েছে বিভেদ: ফখরুল
-
অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘিরে জল ঘোলা করার চেষ্টা: তথ্যমন্ত্রী
-
টিকা নিয়েছেন ফখরুল
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’