জাসদ সভাপতি ইনু করোনাভাইরাসে আক্রান্ত

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2021, 02:16 PM
Updated : 18 Jan 2021, 02:16 PM

করোনাভাইরাস পরীক্ষায় সংক্রমণ ধরা পড়লে গত শুক্রবার তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, “বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে তিনি চিকিৎসাধীন।... সিটি স্ক্যানসহ কোভিড সম্পর্কিত রিপোর্টে কোনো অস্বাভাবিকতা বা জটিলতা পাওয়া যায়নি।”

কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু গত ১২ জানুয়ারি জাতীয় সংসদের কোভিড বুথে করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দেন।

সাজ্জাদ হোসেন বলেন, “দুপুরে টেস্টের ফলাফল পজিটিভ আসে। ডক্তারের পরামর্শে নিশ্চিত হওয়ার জন্য একই দিনে একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় টেস্ট করান। দ্বিতীয় টেস্টের ফলাফল নেগেটিভ আসে। চিকিৎসকরা তখন তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘন্টা পর আবার টেস্ট করার পরামর্শ দেন।”

এরপর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন ৭৪ বছর বয়সী ইনু। সেখানে তার তৃতীয় দফা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে।

সাজ্জাদ বলেন, “চিকিৎসকরা উনাকে সতর্কতামূলক ও প্রতিরোধমূলক চিকিৎসা দিচ্ছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল আছেন”।