পৌর ভোট: দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৬২%
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2021 03:21 PM BdST Updated: 17 Jan 2021 09:24 PM BdST
-
পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে শনিবার ফরিদপুরের বোয়ালমারীর একটি কেন্দ্রের সামনে ভোটারের সারি।
এবারের পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের যে ৬০ পৌরসভায় শনিবার ভোট হয়েছে, তাতে মেয়র পদে ৬২ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান জানান, এ ধাপে ২০ লাখ ৯১ হাজার ৬৮১ ভোটের মধ্যে ১২ লাখ ৯৫ হাজার ২৩৬ ভোট পড়েছে। সে হিসাবে ভোটের হার হচ্ছে ৬১ দশমিক ৯২ শতাংশ।
৬০ পৌরসভার মধ্যে কিশোরগঞ্জ সদরের একটি কেন্দ্র স্থগিত থাকায় ফলাফল নির্ধারিত হয়নি। তবে সেখানে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে আছেন।
বাকি পৌরসভাগুলোর মধ্যে ৪১টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। আরও চার পৌরসভায় ক্ষমতাসীন দলের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিএনপির ৪ জন, জাতীয় পার্টির ১ জন, জাসদের ১ জন ও ৮ জন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হয়েছেন শনিবারের ভোটে।
ইসি সচিব মো. আলমগীর শনিবার ভোট শেষে বলেছিলেন, “সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল। প্রচুর ভোটার উপস্থিতি ছিল। দুয়েকটি জায়গায় দুষ্কৃতিরা অপচেষ্টা করেছে, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে; এটা খুবই নগণ্য ঘটনা। সব মিলিয়ে এবার পৌরসভায় সুষ্ঠু ও একটা সুন্দর নির্বাচন হয়েছে।”
এই ধাপের নির্বাচনে ব্যালটে সর্বোচ্চ ৮৫ দশমিক ০৪ শতাংশ ভোট পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায়; চট্টগ্রামের সন্দ্বীপে পড়েছে সর্বনিম্ন ৫৬ দশমিক ৪০ শতাংশ ভোট।
আর ইভিএমে সর্বোচ্চ ৮৩ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে রাজশাহীর কাকনহাট পৌরসভায়; সর্বনিম্ন ৩৩ দশমিক ৫৯ শতাংশ ভোট পড়েছে সাভার পৌসভায়।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব পৌরসভায় ভোট চলবে। এর মধ্যে ২৯টি পৌরসভায় ভোটগ্রহণ হয় ইভিএমে, ৩১ পৌরসভায় ব্যালট পেপারে ভোট নেওয়া হয়।
দ্বিতীয় ধাপে অর্ধেক এলাকায় ভোটে ‘জোর-জবরদস্তিসহ’ বেশ কিছু অভিযোগে উঠে। গাইবান্ধায় ভোট শেষে’ ব্যালট পেপার ও সরঞ্জাম নিয়ে ফেরত আসার সময় পুলিশের ওপর হামলা ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সিরাজগঞ্জ পৌরসভায় ফল ঘোষণার পর দুই পক্ষের সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী একজন নিহত হন। সহিংসতা বাড়ায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও উদ্বেগ প্রকাশ করেন।
গত ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৪ পৌরসভায় মেয়র পদে ৬৫ শতাংশ ভোট পড়ে। তাতে নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থীদের মধ্যে ১৮ জন, বিএনপির ধানের শীষের দুই জন এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে বিজয়ী হন।
তৃতীয় ধাপে ৩০ জানুয়ারি ও চতুর্থধাপে ১৪ ফেব্রুয়ারি ভোট রয়েছে পৌরসভায়।





আরও পড়ুন
দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
পৌর নির্বাচন: প্রথম ধাপে ভোট পড়েছে ৬৫%
-
সরকার বিএনপির ‘সংবেদনশীল জায়গায় আঘাত’ করছে: গয়েশ্বর
-
কয়েকজন মিলে বললেই করতে হবে, তা কিন্তু নয়: তথ্যমন্ত্রী
-
যুবদলের সমাবেশের পর ধরপাকড়ের অভিযোগ
-
ডিজিটাল নিরাপত্তা আইনের বেশি ভুক্তভোগী সাংবাদিকরা: ফখরুল
-
এইচ টি ইমাম আর নেই
-
২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি
-
একদলীয় শাসন চালু আছে ভিন্ন মোড়কে: ফখরুল
-
বিএনপির অপরাজনীতিতে বাধাগ্রস্ত উন্নয়ন-গণতন্ত্র: কাদের
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ