‘গায়ের জোরে’ ভোট চলছে: বিএনপি
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2021 01:32 PM BdST Updated: 16 Jan 2021 04:40 PM BdST
পৌর নির্বাচনের ভোটকেন্দ্রগুলোতে ধানের শীষের সমর্থক এমনকি প্রার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।
শনিবার ৬০টি পৌরসভায় ভোটগ্রহণের মাঝ পথে ঢাকায় সাংবাদিকদের কাছে এই অভিযোগ করা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “আমরা যতটুকু খবর পেয়েছি, আজকের পৌরসভার নির্বাচনে ক্ষমতাসীনরা সকালে থেকেই আমাদের এজেন্টদের সেন্টারে যেতে দেয়নি, অনেক জায়গায় বের করে দিয়েছে, বিএনপি সমর্থকদের ভোট কেন্দ্রের কাছেও যেতে দিচ্ছে না।”
স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে শনিবার সারাদেশে ৬০টি পৌরসভায় ভোট গ্রহণ চলছে।
সকালে পাবনার ঈশ্বরদীতে বিএনপি মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নকে মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ সমর্থকরা তাকে জোর করে বের করে দিয়েছে।
খন্দকার মোশাররফ বলেন, “তারা গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করেছে। জাতীয় নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনেও তারা একই ধরনের কাজ করছে।”
নির্বাচনী ব্যবস্থাকে আওয়ামী লীগ ‘সম্পূর্ণ ধবংস’ করে দিয়েছে বলে দাবি করেন বিনেপি নেতা।
তিনি বলেন, “ভোট কেন্দ্রের অবস্থা যে কী, তা আওয়ামী লীগের নেতারা কিছু কিছু মুখ খুলতে শুরু করেছে। আমি আর বলতে চাই না।”
ইভিএমে ভোটগ্রহণের বিরোধিতা করে খন্দকার মোশাররফ বলেন, “এমনিতেই মানুষ ভোট দিতে পারে না, এখন আবার মেশিনে ভোট। এই মেশিনে ভোটে দুরভিসন্ধি আছে।”
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মুক্তিযুদ্ধের রজতজন্তরী উদযাপনে গঠিত সন্মাননা বিষয়ক উপ-কমিটির বৈঠকের পর সাংবাদিকদের সামনে আসেন তিনি।
শাহজাহান ওমর বীরউত্তমের সভাপতিত্বে এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা শাহ মো. আবু জাফর উপস্থিত ছিলেন।
-
‘গণতন্ত্র পুনরুদ্ধারে বৃহত্তর ঐক্য’ চান ফখরুল
-
শিশুদের নিরাপদ আবাস দিতে না পারার দায় আমাদের: ফখরুল
-
আর কোনো নির্বাচনে যাব কিনা, সিদ্ধান্ত প্রেসিডিয়ামে: বাবলু
-
ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা
-
সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধকে অসম্মান করেছে বিএনপি: কাদের
-
স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত, বেড়েছে বিভেদ: ফখরুল
-
অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘিরে জল ঘোলা করার চেষ্টা: তথ্যমন্ত্রী
-
টিকা নিয়েছেন ফখরুল
সর্বাধিক পঠিত
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- ইসিকে হেয় করতে সবই করছেন মাহবুব তালুকদার: সিইসি
- আহমেদাবাদের উইকেট নিয়ে ‘কান্নাকাটিতে’ বিস্মিত রিচার্ডস
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- ‘ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচই একটি প্রতিযোগিতা’
- তৃতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন গেইল