সিরাজুল আলম খান হাসপাতালে
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jan 2021 12:15 AM BdST Updated: 14 Jan 2021 09:45 AM BdST
-
ছয় বছর আগে যুক্তরাষ্ট্রে এক ঘরোয়া আড্ডায় সিরাজুল আলম খান। (ফাইল ছবি)
বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার রাতে তাকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে ডাকসুর সাবেক জিএস, জাসদ নেতা মুশতাক হোসেন জানিয়েছেন।
৮০ বছর বয়সী সিরাজুল আলম খান উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
ডা. মুশতাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অসুস্থ বোধ করলে রাতে দাদা ভাইকে হাসপাতালে নেওয়া হয়।
“আগেই তার হার্টের অপারেশন হয়েছিল। এছাড়া কোমর ভেঙে যাওয়ায় হিপ ট্রান্সপ্লান্ট করতে হয়েছে। তবে কোনো দীর্ঘমেয়াদী রোগ ছিল না, তিনি মোটামুটি সুস্থই ছিলেন। এখন অসুস্থ হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে।”
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দীন বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার শ্বাসকষ্ট আছে, ফুসফুসে প্রদাহ আছে, হার্টেও সমস্যা আছে। বয়স্ক মানুষ তো, তার অবস্থা কী, তা এখনই বলা কঠিন।”
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে আসা চিরকুমার সিরাজুল আলম খান ঢাকার কলাবাগানে ভাইদের সঙ্গে থাকেন বলে মুশতাক জানান।

সিরাজুল আলম খান
তিনি কখনও জনসম্মুখে আসেন না এবং বক্তৃতা-বিবৃতি দেন না; আড়ালে থেকেই তৎপরতার জন্য তাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়।
-
টিকা নিয়ে বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: কাদের
-
উদ্দেশ্য আজ দেশকে নতজানু করে রাখা: ফখরুল
-
টিকার সাফল্যে বিএনপি উদভ্রান্ত: হাছান মাহমুদ
-
এক টিকায় লাভ ১১ ডলার, এরা কি মানুষ: মান্না
-
বিএনপি চাইলে ‘আগে টিকা দিতে সুপারিশ’ করবেন তথ্যমন্ত্রী
-
টিকা নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চান ফখরুল
-
কোভিড-১৯ এর টিকার প্রয়োগেও সফল হবে সরকার: কাদের
-
যুবলীগ চেয়ারম্যন পরশ করোনাভাইরাসে আক্রান্ত
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- ঘাম ঝরানো জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা
- সুপার লিগে খেললে নিষিদ্ধ বিশ্বকাপে: ফিফা
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- বাংলাদেশে সানোফির ব্যবসা কিনে নিচ্ছে বেক্সিমকো
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- ‘ভেতরের দিকে সুইং মুস্তাফিজ আরও দেখাবে’
- দেড়শর নিচে শেষ ওয়েস্ট ইন্ডিজ
- গুরবাজের সেঞ্চুরি, রশিদ-ঝড়ে জিতল আফগানিস্তান