সময়েই কেটে যাবে তাপস-খোকনের মতপার্থক্য: স্থানীয় সরকারমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jan 2021 06:38 PM BdST Updated: 13 Jan 2021 01:03 AM BdST
-
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক মেয়র সাঈদ খোকনের মধ্যকার মতপার্থক্য ‘সময়ের ব্যবধানে’ নিরসন হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।
মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চুয়াডাঙ্গা ও নওগাঁ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এই মন্তব্য করেন।
তাজুল বলেন, “সাঈদ খোকন ও শেখ ফজলে নূর তাপসের দায়িত্ব পালনকালে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে।
“জানতে পেরেছি বিষয়টি নিয়ে মামলা হোক, তা শেখ ফজলে নূর তাপস চাননি। এই মামলা প্রত্যাহার করবেন বলে আমি সংবাদ পেয়েছি।”
রাজধানীর গুলিস্তান এলাকার বিভিন্ন মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ নিয়ে সাবেক ও বর্তমান মেয়রের বিরোধ প্রকাশ্যে আসে।
দোকান উচ্ছেদ শুরু হলে সাঈদ খোকনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তোলে মালিকরা। প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে খোকনসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়।
এরপর ফুলবাড়িয়া মার্কেটে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানববন্ধনে যোগ দিয়ে মেয়র তাপসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন সাবেক মেয়র সাঈদ খোকন।
তারপর ক্ষমতাসীন দলের এই দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে সোমবার সাঈদ খোকনের বিরুদ্ধে মামলার আরজিও হয় আদালতে। তবে মেয়র তাপস মঙ্গলবার বলেছেন, ‘অতি উৎসাহীদের‘ ওই মামলায় তার সায় নেই।
‘মানহানিকর বক্তব্যে’ আইনি ব্যবস্থা নেবেন মেয়র তাপস
খোকনের বিরুদ্ধে ‘অতি উৎসাহীদের’ মামলা প্রত্যাহার করতে বললেন তাপস
তাপস-সাঈদের পরস্পরবিরোধী অভিযোগ নিয়ে দুদক নিশ্চুপ কেন, জানতে চান রিজভী

ফজলে নূর তাপস ও সাঈদ খোকন
সাবেক-বর্তমান দুই মেয়রের দ্বন্দ্বে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না বলেও মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল।
এ নিয়ে বিএনপির বক্তব্যের জবাবে তিনি বলেন, “বিএনপির অযৌক্তিক কোনো ইস্যু অথবা নেতিবাচক মন্তব্য দলের কাছে গুরুত্বপূর্ণ বিষয় না এবং এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
“বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি বৃহৎ দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নেতৃত্বে দিচ্ছেন। দুই মেয়রের মধ্যে মতপার্থক্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে না।”
চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান এবং নওগাঁ জেলা পরিষদের সদস্য নিপন বিশ্বাস এদিন শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ।
-
ভোটকেন্দ্র দখল হলে বিএনপির ৪ প্রার্থী জিতল কীভাবে: কাদের
-
‘ডাকাতি’ করে ভোট নিয়ে গেল: ফখরুল
-
পৌর ভোট: দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৬২%
-
বাকি চিনিকলগুলোও বন্ধের আয়োজন করছে সরকার: বাম জোট
-
নতুন নামে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ
-
করোনাভাইরাসের টিকা বিনামূল্যে বিতরণের দাবি
-
মুক্তিযুদ্ধের সূর্বণজয়ন্তী উদযাপনে বিদেশেও বিএনপির কমিটি
-
‘গায়ের জোরে’ ভোট চলছে: বিএনপি
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- দ্বিতীয় ধাপের ভোটে মেয়র হলেন যারা
- বিমানের সহযাত্রী করোনাভাইরাস পজিটিভ, কোয়ারেন্টিনে ৪৭ খেলোয়াড়
- সিরাজগঞ্জে ফল ঘোষণার পর সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী নিহত
- ভোটে জিতে কাদের মির্জা বললেন, কথা বলে যাব
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- অঁজিকে হারিয়ে শীর্ষে পিএসজি
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- তিন নতুন মুখের ব্যাখ্যা প্রধান নির্বাচকের