এরা জামাত-বিএনপির ভাড়াটে খেলোয়াড়: ইনু

ভাস্কর্যবিরোধী অবস্থান নেওয়া হেফাজতে ইসলামের নেতাদের বিএনপি ও জামায়াতে ইসলামীর ‘ভাড়াটে খেলোয়াড়’ বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2020, 12:52 PM
Updated : 5 Dec 2020, 12:52 PM

আওয়ামী লীগের জোট শরিক দলটি শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ করে, সেখান থেকে মুক্তিযুদ্ধ-সংবিধান-জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-সভ্যতা বিরোধী কর্মকাণ্ড দমন করা এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।

সমাবেশে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, “বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীতাকারী রাজনৈতিক মোল্লারা আলেম, ওলামা, ধর্মীয় নেতা না; ফতোয়া দেওয়ার বৈধ অধিকারীও না, তারা জামাত-বিএনপির ভাড়াটে খেলোয়াড়।

“রাজনৈতিক মোল্লারা রাজনৈতিক স্বার্থে ধর্মের মনগড়া অপব্যাখ্যা দেয়। রাজনৈতিক মোল্লারা ১৯৭১ সালে ধর্মকে স্বাধীনতার বিপক্ষে দাঁড় করিয়েছিল, এখন বাংলাদেশ রাষ্ট্র-সংবিধান-জাতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-সভ্যতার বিরুদ্ধে দাঁড় করাচ্ছে।”

মুক্তিযোদ্ধা ইনু বলেন, “রাজনৈতিক মোল্লারা বাংলাদেশকে জঙ্গিবাদ-মৌলবাদ-সন্ত্রাসবাদের  প্রজনন ক্ষেত্র বিপজ্জনক দেশ হিসাবে চিন্থিত করে সারা দুনিয়া থেকে একঘরে করা এবং মধ্যপ্রাচ্যসহ দেশে দেশে অভিবাসী বাংলাদেশি মুসলমানদের বিপদে ফেলে দিচ্ছে। রাজনৈতিক মোল্লাদের এক চুল ছাড় না দিয়ে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।”

রাজনৈতিক মোল্লাদের অশান্তি সৃষ্টির রাজনীতির বিরুদ্ধে শান্তিপ্রিয় মানুষ ও রাজনৈতিক-সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মীর হোসাইন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সহ-সভাপতি নুরুল আখতার, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল বক্তব্য দেন।