মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমলা দিয়েই মুজিবের শাসন সম্ভব: তাপস
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2020 11:02 PM BdST Updated: 04 Dec 2020 11:02 PM BdST
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমলাদের মাধ্যমে সত্যিকারের ‘মুজিবের শাসন’ কায়েম হতে পারে বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
শুক্রবার বিকেলে নগর ভবন প্রাঙ্গণে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে একথা বলেন তিনি।
বঙ্গবন্ধুর হাত ধরেই রাজনীতিতে শেখ মনির হাতেখড়ি জানিয়ে তার ছেলে তাপস বলেন, “বাবা যখন অষ্টম শ্রেণির ছাত্র তখন বঙ্গবন্ধু আমার দাদিকে বললেন- মনিকে আমাকে দাও। দাদি বললেন, খোকা, তোমার পিছেই বাবা-মাসহ আমরা সবাই বিচলিত থাকি, চিন্তায়-দুঃশ্চিন্তায় থাকি। তুমি এখন মনিকে নিতে চাচ্ছ। তাহলে কী হবে? তখন বঙ্গবন্ধু বলেছিলেন, আমার তো কেউ ছিল না। আমার মনির তো আমি আছি। এই বলে বঙ্গবন্ধু বাবাকে তখন তার সান্নিধ্যে নিয়েছিলেন। সেই থেকে বাবার রাজনীতির শুরু এবং তার রাজনৈতিক হাতেখড়ি জাতির পিতার মাধ্যমেই হয়েছিল।
“এরপর তিনি ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। ছাত্রলীগের নিউক্লিয়াসের মাধ্যমে স্বাধীনতার সংগ্রামকে বেগবান করার জন্য যে নির্দেশনা জাতির পিতা দিয়েছিলেন, তার অন্যতম কর্ণধার ছিলেন শহীদ শেখ ফজলুল হক মনি। তার মাধ্যমে ছাত্রলীগের তুখোড় নেতৃবৃন্দদেরকে খুঁজে খুঁজে বের করেছেন এবং স্বাধীনতা সংগ্রাম উদ্বুদ্ধ করেছেন।”
আমলাতন্ত্র একটি সরকার পরিচালনায় ‘সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে’ এবং সরকারের চেতনার সাথে আমলাদের একই চেতনায় জাগ্রত থাকার গুরুত্ব তুলে ধরে মেয়র তাপস বলেন, “বাবা বলেছিলেন, মুনিবের আমলা দিয়ে মুজিবের শাসন চলতে পারে না। সেটা প্রমাণিত হয়েছে।
“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেখানে আমলাতন্ত্র সরকারের সেই আদর্শ-নীতি ধারণ করেছে বলেই আজকে আমরা সেই পর্যায়ে উন্নতি সাধন করতে পারছি। সে বিষয়টা সেই সময় শহীদ শেখ ফজলুল হক মনি তুলে ধরেছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় যে আমলা হবে, সেই আমলার মাধ্যমে সত্যিকার অর্থে মুজিবের শাসন কায়েম হতে পারে।”

“আমি ১৯৭৮ সালে জেলখানা থেকে আসার পর বলেছিলাম, জাতি এবং আওয়ামী লীগ হারিয়েছে জাতির পিতাকে, কিন্তু যুবলীগ হারিয়েছে জাতির পিতা এবং যুবলীগের প্রতিষ্ঠাতাকে, তাই যুবলীগের ক্ষতি বেশি হয়েছে। সুতরাং যুবলীগকে প্রতিশোধ গ্রহণ করতে হবে। বাকশাল গঠনের পর শেখ ফজলুল হক মনির বাকশাল নেতৃবৃন্দকে ঢাকায় ডেকে নিয়ে এসে দেওয়া বক্তৃতা সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছিল।”
-
ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
-
‘গণঅভ্যুত্থানের মাধ্যমে মহীরুহ রূপ পেয়েছে মুক্তিসংগ্রাম’
-
ঘাতক দালাল নির্মূল কমিটি বন্ধের দাবি তুললেন জাপার ফিরোজ
-
করোনাভাইরাসের টিকা যেন সবাই পায়: মির্জা ফখরুল
-
নিজের দলের এমপিদের নিয়ে সংসদে ফিরোজের ক্ষোভ
-
কোম্পানীগঞ্জে হরতাল প্রত্যাহার কাদের মির্জার
-
জিয়ার কাজ ছিল মানুষের ভাগ্য নিয়ে খেলা: প্রধানমন্ত্রী
-
এবার কোম্পানীগঞ্জে হরতালের ডাক দিলেন কাদের মির্জা
-
‘গণঅভ্যুত্থানের মাধ্যমে মহীরুহ রূপ পেয়েছে মুক্তিসংগ্রাম’
-
ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
-
করোনাভাইরাসের টিকা যেন সবাই পায়: মির্জা ফখরুল
-
ঘাতক দালাল নির্মূল কমিটি বন্ধের দাবি তুললেন জাপার ফিরোজ
-
নিজের দলের এমপিদের নিয়ে সংসদে ফিরোজের ক্ষোভ
-
ওবায়দুল কাদেরকে কটূক্তি: কোম্পানীগঞ্জে হরতালের ডাক কাদের মির্জার
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- সাবেক এমপি পেলেন গৃহহীনদের ঘর
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- এশিয়ার ‘মাদক সম্রাট’ আমস্টার্ডামে গ্রেপ্তার
- টিভি সূচি (রোববার, ২৪ জানুয়ারি ২০২১)
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- আলাভেসকে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর