কোভিড-১৯: বিএনপি নেতা রিজভীর স্ত্রী আক্রান্ত

হৃদযন্ত্রের চিকিৎসা নিয়ে ঘরে ফেরা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম আইভী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2020, 07:30 PM
Updated : 3 Dec 2020, 07:30 PM

রাজধানীর শ্যামলীর বাসায় আইভীর সঙ্গে তার ছোট বোন তাহমিদা আখতারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে রিজভীর একান্ত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার ভাবী ও তার বোনের করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শে তারা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

“স্যার (রিজভী)ও আইসোলেশনে আছেন। তিনি সুস্থ আছেন।”

শ্যামলীর বাসার নিচতলায় একটি কিন্ডারগার্টেন স্কুল চালান আরজুমান আরা বেগম আইভী। মার্চে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সেটি বন্ধ রয়েছে।

গত ১৩ অক্টোবর রিজভী হৃদরোগে আক্রান্ত হলে তাকে নিয়ে হাসপাতালে ছুটাছুটি করেন স্ত্রী আইভী। গত ২১ নভেম্বর ধানমন্ডির ল্যাব এইড হাসপাতা্লে এনজিওপ্লাস্টের মাধ্যমে রিজভীর হৃদযন্ত্রে রিং পরানো হয়। এর তিন দিনের মাথায় হাসপাতাল থেকে স্বামীকে নিয়ে বাসায় ফেরেন আরজুমান আরা বেগম আইভী।