কোভিড-১৯: বিএনপি নেতা নজরুল ইসলাম খান আক্রান্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2020, 08:04 PM
Updated : 30 Nov 2020, 08:04 PM

সোমবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানিয়েছেন।

নজরুল ইসলাম খান, ফাইল ছবি

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে উনার করোনা পরীক্ষা করা হয়। পরে ফলাফল পজিটিভ আসে। এখন তিনি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।”

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।

শীতের শুরুতে দেশে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার স্ত্রী আফরোজা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত বুলুসহ তার পুরো পরিবার, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদসহ কয়েকজন নেতা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে বরকতউল্লাহ বুলুসহ তার পুরো পরিবার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এই বিএনপি নেতাদের সুস্থতার জন্য তাদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।