মায়ের দাফনে ইরফান সেলিম

সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি নিয়ে মায়ের দাফনে অংশ নিলেন সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে কারাবন্দি ইরফান সেলিম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2020, 06:40 PM
Updated : 30 Nov 2020, 06:40 PM

অনুমতি ছাড়া ওয়াকিটকি ব্যবহার ও মদপানের অপরাধে সাজাপ্রাপ্ত ইরফান সোমবার ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান।

ইরফান সেলিমের মা গুলশান আরা সেলিম (৫০) রোববার রাতে মারা যান।

সোমবার বিকালে চকবাজার শাহী মসজিদে মায়ের জানাজায় অংশ নেন ইরফান।

পরে আজিমপুর কবরস্থানে দাফন পর্যন্ত তিনি ছিলেন বলে জানান ইরফানের বাবা ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহীউদ্দীন মাহমুদ বেলাল।

তিনি বলেন, জানাজায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন।

ঢাকার জেলার মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্যারোলে মুক্তি পেয়ে সোমবার পৌনে ৩টায় ইরফান সেলিম কেরানীগঞ্জ কারাগার থেকে বের হন। সন্ধ্যা ৭টার সময় তাকে আবার ফিরিয়ে আনা হয় কারাগারে।

বেলাল বলেন, ইরফানের মায়ের মৃত্যুর পর রোববার রাতেই জেলা প্রশাসকের মাধ্যমে তার প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়।

গুলশান আরা দীর্ঘদিন ডায়াবেটিস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের কমিশনার ছিলেন।

ইরফানও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। সাজা হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়।

নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে ইরফানকে গ্রেপ্তারের সময় তা বাড়িতে তল্লাশি চালিয়ে ওয়াকিটকি ও মদ পেয়েছিল র‌্যাব। তখন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দেড় বছর সাজা দেওয়া হয়।