আলী যাকের ছিলেন সাংস্কৃতিক অঙ্গনের ‘উজ্জ্বল নক্ষত্র’: ফখরুল

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, অভিনেতা আলী যাকেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2020, 09:28 AM
Updated : 27 Nov 2020, 09:28 AM

শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেছেন, আলী যাকের ছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক ‘উজ্জ্বল নক্ষত্র’।

“সাংস্কৃতিক জগতে গৌরবময় কৃতিত্ব ও অবদানের জন্য তিনি দেশবাসীর কাছে চিরঅম্লান হয়ে থাকবেন। বরণ্যে অভিনেতা আলী যাকের বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যতে দেশের সাংস্কৃতিক বিকাশে এক অপূরণীয় ক্ষতি হল।”

মির্জা ফখরুল প্রয়াত এই অভিনেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিতসাধীর অবস্থায় শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে মারা যান অভিনেতা নির্দেশক আলী যাকের। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গাজী মাজহারুল আনোয়ার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল পৃথক বিবৃতিতে আলী যাকেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।