কোভিড-১৯: সাবেক সংসদ সদস্য আবু হেনার মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন রাজশাহীর সাবেক সংসদ সদস্য আবু হেনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2020, 12:38 PM
Updated : 14 Nov 2020, 01:06 PM

শনিবার দুপুরে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক আল এমরান চৌধুরী জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেবিনে চিকিৎসাধীন ছিলেন আবু হেনা। আজ তার হার্ট অ্যাটাক হয়। পরে তাকে আর বাঁচানো যায়নি।”

গত বৃহস্পতিবার এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজশাহী-৪ আসনের সাবেক এই সংসদ সদস্য।

১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আবু হেনা। ২০০১ সালে স্থানীয় এক মন্ত্রীর বিরুদ্ধে জঙ্গি মদদের অভিযোগ এনে আলোচনায় আসেন তিনি। পরে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

আবু হেনার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় তারা আবু হেনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন।