সাহারার আসনে হাবিব, নাসিমের আসনে ছেলে জয় জয়ী

সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য ঢাকা-১৮ আসনে এবং মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই জয়ী হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2020, 03:11 PM
Updated : 12 Nov 2020, 06:26 PM

ঢাকা-১৮ আসনে জয়ী হয়েছেন মোহাম্মদ হাবিব হাসান, সিরাজগঞ্জ-১ আসনে জয়ী হয়েছেন নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।

বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তারা বেসরকারি ফল ঘোষণা করেন।

রাত সাড়ে ৮টায় ঢাকা-১৮ আসনের বেসরকারি ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জি এম সাহতাব উদ্দিন।

৫ লাখ ৭৭ হাজার ১৮৮ ভোটারের এই আসনে করোনাভাইরাস মহামারীকালে ভোট দিয়েছেন মাত্র ১৪ শতাংশ ভোটার। ইভিএমে ভোটগ্রহণের সাড়ে চার ঘণ্টার মধ্যে ফলাফল দেওয়া হয়। ২১৭টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান নৌকা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৮২০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট।

বিএনপি ভোটে নানা অনিয়মের অভিযোগ করলেও নির্বাচন কমিশন তা প্রত্যাখ্যান করেছে।

বাকি প্রার্থীদের মধ্যে গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস মো. ওমর ফারুক ৯১ ভোট এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের মো মহিবুল্লাহ বাহার ৮৭ ভোট পেয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, এ নির্বাচনে ভোট পড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ। ভোট দিয়েছেন ৮১ হাজার ৮১৮ জন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত এ আসন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়।

তানভীর শাকিল জয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর আরেক সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে শূন্য আসনে ভোটের ফল আসে রাত ১০টার পর।

রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন জানান, এ নির্বাচনে ৫১.৭৬% ভোট পড়েছে।

আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকিল জয় পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট; তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির সেলিম রেজা পেয়েছেন মাত্র ৪৬৮ ভোট।

ভোটার ৩ লাখ ৬৪ হাজার ৭৬৪ জন ভোটারের মধ্যে ১৭১ কেন্দ্রে ভোট পড়েছে ১ লাখ ৮৮ হাজর ৭৯৩ ভোট।

করোনাভাইরাস মহামারীর মধ্যে ইভিএমে তিনটি উপ নির্বাচন হয়েছে ইতোমধ্যে। এরমধ্যে ইভিএমের ভোটে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ৫.২৮%, ঢাকা-৫ আসনে ১০.৪৩% এবং নওগাঁ-৬ আসনে ৩৬.৪৯% ভোট পড়ে।

এমন কম ভোটার উপস্থিতির দায় দলগুলোর প্রতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।