বাইডেনকে বিএনপির অভিনন্দন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2020, 04:46 AM
Updated : 8 Nov 2020, 04:46 AM

এক বিবৃতিতে বিএনপি বলেছে, “জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরালো ও শক্তিশালী হবে এবং বিশ্বে শান্তি ও গণতন্ত্রায়ন প্রক্রিয়া তরান্বিত করতে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের জনগণ ও বিএনপি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ককে গুরুত্ব দেয়।”

ভোটের মাঠে তুমুল লড়াইয়ের পর শনিবার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের ২৭৩টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়। আর তাতেই ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে বাইডেনের হোয়াইট হাউজে যাওয়া নিশ্চিত হয়ে যায়।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের ‘সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু’ কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সেখানে বলা হয়, বাংলাদেশে বিএনপি সরকারের সময় দুই ‘বন্ধুপ্রতিম’ দেশের মধ্যে যে ‘গভীরতর সম্পর্ক’ ছিল, জো বাইডেনের বিজয়ের মাধ্যমে সেই ধারা অক্ষুণ্ন থাকবে বলে তারা প্রত্যাশা করে।