ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন

সংসদের ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় মোট আট প্রার্থীই থাকল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2020, 07:02 PM
Updated : 22 Oct 2020, 07:02 PM

বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। এ দিনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। সেক্ষেত্রে ঢাকা-১৮ উপ নির্বাচনে ছয়জন এবং সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে দুজন প্রার্থী রয়েছেন।

আগামী ১২ নভেম্বর এ দুই আসনে ইভিএমে ভোটগ্রহণ হবে।

ঢাকা-১৮ উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জানান, আওয়ামী লীগ-বিএনপিসহ ছয় দলের ছয় প্রার্থী লড়াইয়ে থাকছেন। শুক্রবার প্রতীক পেয়েই সমঝোতা স্মারক অনুযায়ী নির্ধারিত স্থানে স্বাস্থ্য বিধি মেনে প্রচারণা করতে পারবেন তারা।

এ আসনের প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মবিবুল্লাহ বাহার।

আওয়ামী লীগের সাহারা খাতুনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

এ উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, এ আসনে আওয়ামী লীগের তানভীর শাকিল জয় ও বিএনপির সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

করোনাভাইরাস মহামারীর মধ্যে ঢাকা-১০, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপনির্বাচন হয়েছে। এরপর এই দুটি আসনেও ভোট হতে যাচ্ছে।

ইভিএমের ভোটে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ৫.২৮%, ঢাকা-৫ আসনে ১০.৪৩% এবং নওগাঁ-৬ আসনে ৩৬.৪৯% ভোটগ্রহণ হয়েছে।