ধর্ষণে মৃত্যুদণ্ডের বিধান জনগণের সঙ্গে প্রতারণা: খন্দকার মোশাররফ

আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান করাকে ‘জনগণের সঙ্গে সরকারের প্রতারণা’ হিসেবে বর্ণনা করেছেন খন্দকার মোশাররফ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2020, 03:50 PM
Updated : 17 Oct 2020, 03:50 PM

শনিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই তুলনা মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার বুঝ দেওয়ার জন্য আইন সংশোধন করেছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আগেই ছিল। এখন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে একশর ওপরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কারাগারে রয়েছে। গত ১২ বছরে মাত্র চার জনের ফাঁসি হয়েছে।

“অতএব এটা আমাদেরকে যেভাবে তারা (সরকার) যে কোনো ইস্যু আসলে অন্য একটা ইস্যু দিয়ে জনগণকে প্রতারণা করে, বিভ্রান্ত করে সেই ইস্যুকে এটাকে (ধর্ষণ ইস্যু) সরিয়ে দিতে চায়। ঠিক আজকে একই কাজ করেছে তারা।”

খন্দকার মোশাররফ বলেন, মৃত্যুদণ্ড কোনো সমাধান নয়। যে দেশে বিচার নাই, সেখানে মৃত্যুদণ্ড কীভাবে হবে? যেখানে বিচারহীনতা যে দেশে, যেখানে বিচার হয়, সেখানে দলীয়করণ করা হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সারা দেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন হয়।

সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় মানববন্ধনে বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, মহিলা দলের নেওয়াজ হালিমা আরলি, নিলোফার চৌধুরী মনি ও অপর্না রায়সহ মহানগর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।