রেজা কিবরিয়াকে মন্টুদের আইনি নোটিস

কারণ দর্শানো নোটিসের জবাবে গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াকে আইনি নোটিস পাঠিয়েছেন মোস্তফা মহসিন মন্টুসহ গণফোরামের বিদ্রোহী চার নেতা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Oct 2020, 01:56 PM
Updated : 13 Oct 2020, 01:56 PM

মঙ্গলবার মন্টু, আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী ও জগলুল হায়দার আফ্রিকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হেলাল উদ্দিন গণফোরাম সাধারণ সম্পাদক রেজা কিবরিয়াকে এই নোটিস পাঠান।

সভাপতি-সাধারণ সম্পাদকের অসম্মতিতে বর্ধিত সভা ডাকায় মন্টুদের কারণ দর্শানোর নোটিস দিয়েছিলেন রেজা কিবরিয়া।

আইনি নোটিসে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিস প্রত্যাহার করতে বলা হয়েছে, তা না করলে আদালতে যাওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

কামাল হোসেনের গড়া দল গণফোরাম এখন ভাঙনের মুখে।

রেজা কিবরিয়াকে বহিষ্কারের ঘোষণা দিয়ে আলাদা কাউন্সিল ডেকেছেন মন্টুরা, যা তাদের এখতিয়ার বহির্ভূত বলছেন কামাল ও রেজা কিবরিয়া।

গত ২৬ সেপ্টেম্বর মন্টুর নেতৃত্বে গণফোরামের একাংশ জাতীয় প্রেস ক্লা্বে বর্ধিত সভা করে কাউন্সিলের ঘোষণা দেয়।

এই বর্ধিত সভাকে দলের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড উল্লেখ করে মন্টুসহ চার নেতাকে কেন দল থেকে বহিষ্কার করা হবে না, তা জানাতে নোটিস দেন রেজা।

অন্যদিকে মন্টুদের আইনি নোটিসে বলা হয়েছে, “রেজা কিবরিয়াসহ ৪জনকে যেহেতু দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাই তার অথবা তাদের গণফোরামের নাম ব্যবহার করার কোনো এখতিয়ার নেই। এমতাবস্থায় ড. রেজার কাউকে কারণ দর্শানোর ক্ষমতা নেই।”