শুদ্ধি অভিযান থামেনি, ছাড় পাবে না কেউ: কাদের

দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সরকার যে শুদ্ধি অভিযান শুরু করেছে, সেটি অব্যাহত আছে এবং এর সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2020, 12:33 PM
Updated : 19 Sept 2020, 12:33 PM

শনিবার ভিডিও কনফারেন্সে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইন্প্রুভমেন্ট প্রজেক্ট-ডব্লিউবিবিআইপি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় যুক্ত হয়ে তিনি একথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “অনেকে বলছেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযান থেমে গেছে- একথা মোটেও সত্য নয়। সরকারের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে। দলের ভেতরেও অপকর্ম করে রেহাই পাবে না।”

আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের কমিটি গঠন প্রসঙ্গে তিনি বলেন, “স্বজনপ্রীতি ও নিজেদের লোক দিয়ে কমিটি দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে। দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীরা বাদ পড়া কোনোভাবেই হতে পারে না।

“সকলকে বলব, সামনে যে কমিটিগুলো গঠন করা হবে সেগুলোতে অবিতর্কিত ও ত্যাগীদের অগ্রাধিকার দিতে হবে।”

গুণগত মান অক্ষুণ্ন রেখে সময়মতো প্রকল্পের কাজ শেষ করার সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।