নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনাভাইরাসে আক্রান্ত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 05:11 AM
Updated : 16 Sept 2020, 05:22 AM

নৌ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার প্রতিমন্ত্রীর কোভিড-১৯ পরীক্ষার ফলাফল ‘পজিটিভ’ এসেছে।

“তিনি হোম আইসোলেশনে আছেন। শরীরে কোনো উপসর্গ নেই। বিশেষ কোনো শারীরিক সমস্যাও আপাতত নেই।”

২০০২ সালে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে উপ-কমিটির সহ-সম্পাদক নির্বাচিত হন খালিদ। ২০০৭ সালের ১২ জানুয়ারী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারীর দায়িত্ব পান তিনি।

২০০৮ সালে ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন খালিদ।

এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি এবং ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে দিনাজপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচত হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্ত্রিসভা গঠন করেন তাতে খালিদ মাহমুদকে নৌ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

খালিদ মাহমুদ এর আগে তিন দফায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।