ফেনীর আওয়ামী লীগ নেতা আজিজ আহম্মদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2020, 11:20 AM
Updated : 7 Sept 2020, 11:20 AM

এক শোকবার্তায় তিনি বলেছেন, “আজিজ আহম্মদ চৌধুরীর মত বিশ্বস্ত ও দক্ষ রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হল।”

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাতে ফেনী ডায়াবেটিক হাসপাতালে মারা যান আজিজ আহম্মদ চৌধুরী। তার বয়স হয়েছিল ৮১ বছর।

আজিজ আহম্মদ চৌধুরী ১৯৭৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা ২৫ বছর তিনি আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গঠনের পর জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করলে তিনি ফেনী জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পান। পরবর্তীতে ২০১৬ সালের ডিসেম্বরে নির্বাচন হলে তিনি চেয়ারম্যান পদে জয়ী হন।