পাবনা-৪ উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাবিব

পাবনা-৪ আসনে উপনির্বাচনে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিবকেই প্রার্থী করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 02:08 PM
Updated : 31 August 2020, 02:08 PM

সোমবার দলের মনোনয়ন বোর্ড ভার্চুয়াল বৈঠকে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নেওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানান।

২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী ছিলেন হাবিব। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের শামসুর রহমান শরীফ ডিলুর কাছে ২ লাখ ভোটের ব্যবধানে হেরেছিলেন।

সাবেক মন্ত্রী ডিলুর মৃত্যুতে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত পাবনা-৪ আসনে উপনির্বাচন হচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর সেখানে ভোটগ্রহণ হবে।

পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবের পাশাপাশি শ্রমিক দল নেতা আহসান হাবিব উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন চেয়েছিলেন।

ফখরুল বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ড তথা স্থায়ী কমিটি পাবনা-৪ আসনে হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দিয়েছে।”

মনোনয়ন বোর্ডের সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু ‍উপস্থিত ছিলেন।

সিদ্ধান্ত ঘোষণার পর হাবিব সাংবাদিকদের বলেন, “আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের জনগণ মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আমাদের কাণ্ডারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল বিএনপির প্রতীক ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।”

এই নির্বাচনে কোনো প্রকার ‘কারচুপি-কারসাজি’ না করতেও সরকারকে আহ্বান জানান তিনি।

ছাত্রলীগের এক সময়ের সভাপতি হাবিব পরে তার রাজনৈতিক ধারার বিপরীতে গিয়ে বিএনপিতে যোগ দেন।

পাবনা-৪ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী করেছে স্থানীয় নেতা নূরুজ্জামান বিশ্বাসকে।