পাবনা-৪ আসনের উপনির্বাচনে যাচ্ছে বিএনপি

করোনাভাইরাস মহামারীর কারণে বগুড়া ও যশোরে না গেলেও পাবনা-৪ আসনের উপনির্বাচনে অংশ নেবে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2020, 03:30 PM
Updated : 29 August 2020, 03:30 PM

শনিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। পরদিন বিকাল ২টার মধ্যে মনোনয়নপত্র জমা দান এবং বিকাল ৫টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা, ৩ সেপ্টেম্বর বাছাই এবং ৮ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের তারিখ।

গত ২ এপ্রিল সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য হয়। এরপর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার কথা থাকলেও মহামারীর কারণে তা সম্ভব হয়নি।

করোনাভাইরাস মহামারীর মধ্যে গত ১৪ জুলাই অনুষ্ঠিত বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে অংশ নেয়নি বিএনপি।