অগাস্টের শেষ সপ্তাহে দুই উপ-নির্বাচনের তফসিল: ইসি সচিব

চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকা ও পাবনা উপ-নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2020, 03:24 PM
Updated : 10 August 2020, 03:25 PM

এরমধ্যে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন শূন্য ঘোষণার প্রথম ৯০ দিনে এবং পাবনা-৪ আসনের উপ-নির্বাচনের পরবর্তী ৯০ দিনে হচ্ছে।

সোমবার কমিশন সভা শেষে এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

বিকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে এ সভা হয়। সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচন, চাঁদপুর পৌরসভা নির্বাচন ও স্থানীয় সরকার আইনের খসড়া নিয়ে আলোচনা হয় বৈঠকে।

সংসদ সদস্যের মৃত্যুতে করোনাভাইরাস মহামারীর মধ্যে পাবনা-৪, ঢাকা-৫, সিরাজগঞ্জ-১, ঢাকা-১৮ ও নওগাঁ-৬ শূন্য আসনের উপ-নির্বাচন করতে হচ্ছে।

পাঁচ উপ-নির্বাচনের মধ্যে দুটি সেপ্টেম্বরে করার পরিকল্পনা নিয়েছে কমিশন।

ইসি সচিব আলমগীর বলেন, “এ মাসের ২৩ বা ২৪ তারিখে ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।”

২ এপ্রিল সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন এবং সাহারা খাতুনের মৃত্যুতে ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

তবে নির্বাচন কমিশনারের মতে, কোনো দৈব-দুর্বিপাকের কারণে এ নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে ভোট করতে হবে।

করোনাভাইরাস মহামারীতে বিশেষ পরিস্থিতির কারণে ইতোমধ্যে পাবনা-৪, ঢাকা-৫, সিরাজগঞ্জ-১ উপ-নির্বাচন ‘পরবর্তী ৯০ দিনের মধ্যে’ করার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শূন্য আসন- নির্বাচনের সময়

>> ২ এপ্রিল সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন (পরবর্তী ৯০ দিন)

>>৬ মে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন শূন্য হয়। (পরবর্তী ৯০ দিন)

>>মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসন ১৩ জুন (পরবর্তী ৯০ দিন)

>>সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন ৯ জুলাই (প্রথম ৯০ দিন)

>>নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম ২৮ জুলাই মারা গেছেন (প্রথম ৯০ দিন)

চাঁদপুর পৌরসভা ও চট্টগ্রাম সিটি

আটকে থাকা চাঁদপুর  পৌরসভা নির্বাচনও অগাস্টের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর।

গত ২৯ মার্চ এ নির্বাচন হওয়ার কথা ছিল।

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনও ছয় মাসের মধ্যে করার আশ্বাস দিয়ে সচিব বলেন, “সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তার মেয়াদ থাকবে ১৮০ দিন। এই সময়ের মধ্যে নির্বাচন করা হবে।“

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাম-পদবী নিয়ে ফের বৈঠক

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নাম-পদবী বাংলা রূপান্তর ও সংস্কার নিয়ে ইসির সচিব মো. আলমগীর বলেন, “এটির খসড়া তৈরি করা হয়েছে। আজকে কমিশন সভায় উপস্থাপন করা হয়েছে। আগামী ২৩ ও ২৪ তারিখে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানে কমিশনের মতামতের ভিত্তিতে তা তৈরি করে কমিশনের ওয়েবসাইটসহ বিভিন্ন মহলে মতামতের জন্য পাঠানো হবে।”