কোভিড-১৯ থেকে সেরেও মৃত্যুর কাছে হার আ. লীগ নেতার স্ত্রীর

কোভিড-১৯ নেগেটিভ আসার পরেও ফুসফুসের জটিলতা নিয়ে মারা গেলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের স্ত্রী সেলিনা রহমান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2020, 08:50 AM
Updated : 10 August 2020, 07:34 PM

সোমবার ভোর সাড়ে ৫টায় ধানমণ্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতালে তার মৃত্যু হয় বলে পরিবারের ঘনিষ্ট আজিজুল হক রানা জানান।

এই আওয়ামী লীগ নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় ৪০ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

“দশ বারো দিন আগে করোনাভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে। কিন্তু তার ফুসফুসে ইনফেকশন ছিল।”

৫২ বছর বয়সী সেলিনা স্বামী ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার জোহরের নামাজ শেষে মোহাম্মদপুর সাত মসজিদে তার জানাজা হয়। পরে তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

জানাজা ও দাফনে স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারসহ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।