বিএনপি নেতা সাবেক বিমান প্রতিমন্ত্রী মান্নান আর নেই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী আবদুল মান্নান মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2020, 05:12 PM
Updated : 4 August 2020, 05:26 PM

বার্ধক্যজনিত নানা জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মান্নানের একান্ত সহকারী মিয়া মো. ফিদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার রাত ৯টা ২৪ মিনিটে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উনি দীর্ঘদিন কিডনি, ডায়াবেটিক, উচ্চ রক্তচাপসহ নানা জটিলতায় ভুগছিলেন।”

গত রোববার শারীরিক অবস্থার অবনতি ঘটলে মান্নানকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

মান্নানর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

বুধবার সকাল ১১টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম, বেলা ১২টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে মান্নানের মরদেহ নেওয়া হবে নবাবগঞ্জে। 

বিকাল ৩টায় ডালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় এবং বিকাল ৪টায় দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে চতুর্থ জানাজা শেষে মান্নানকে ঢাকার আজিমপুর কবরস্থানে স্ত্রীর কবরের পাশে দাফন করা হবে বলে ফিদা জানান।

১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী ছিলেন আবদুল মান্নান।

তিনি বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক হিসেবে কাজ করেছেন। বিমান বাংলাদেশে দীর্ঘ কর্মজীবন শেষে তিনি বিএনপিতে যোগ দিয়ে রাজনীতিতে নামেন।

ঢাকার নবাবগঞ্জ আসন থেকে মান্নান চার বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপির ঢাকা জেলার সভাপতি ছিলেন দীর্ঘদিন।

আবদুল মান্নান রোটারীর সাবেক ডিস্টিক গভর্নর, সাউথ এশিয়ান ফোরাম অব একাউন্ট এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

‘জাতীয় সংসদ ও আমি’ ‘শপথ, কতটা শপথ নয়’ ‘ল আন‘ল’সহ বেশ কয়েকটি বই লিখে গেছেন তিনি।

আবদুল মান্নান একমাত্র মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নানকে রেখে গেছেন। তার জামাতা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। দুজনই যুক্তরাজ্যে ছিলেন। বাবার অসুস্থতার খবর পেয়ে তারা ঈদের দিন রাতে দেশে ফেরেন।

তিন বছর আগে আবদুল মান্নানের স্ত্রী নিলুফার মান্নান মারা যান।

ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, ঢাকা জেলা সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, নির্বাহী সদস্য নিপুণ রায় চৌধুরী পৃথক পৃথক শোক বার্তায় শোক প্রকাশ করেছেন।