বনানীতে চিরনিদ্রায় শায়িত শাজাহান সিরাজ

স্বাধীনতার ইশতেহার পাঠক, সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজকে ঢাকার বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 06:52 PM
Updated : 15 July 2020, 06:54 PM

বুধবার রাত পৌনে ১০টায় তাকে দাফন করা হয়। এ সময়ে তার পরিবারের সদস্যরাসহ বন্ধু-বান্ধব-কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

এর আগে বাদ এশা গুলশানের সোসাইটি জামে মসজিদ প্রাঙ্গণে শাজাহান সিরাজের জানাজা হয়। জানাজার পর গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রয়াত নেতার কফিনের সামনে দাঁড়িয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, “শাহজাহান সিরাজের মৃত্যুতে স্বাধীনতার ইতিহাসের আরেকটি পাতা ঝরে পড়ল। জাতির দুর্ভাগ্য নতুন প্রজন্মকে এই ইতিহাস জানানো হয়নি। আমি এই জন্যই তাকে সালাম জানাতে এসেছি।”

স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের ‘চার খলিফা’র অন্যতম ছিলেন তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। সিরাজুল আলম খানের নেতৃত্বে ‘নিউক্লিয়াসে’ চার খলিফার অন্য তিনজন ছিলেন ডাকসুর তখনকার ভিপি আ স ম আবদুর রব, ছাত্রলীগের তৎকালীন সভাপতি নুরে আলম সিদ্দিকী ও ডাকসুর তৎকালীন জিএস আবদুল কুদ্দস মাখন (প্রয়াত)।

মঙ্গলবার বিকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান সিরাজ। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বুধবার সকালে শাহজাহান সিরাজের মরদেহ নেওয়া হয় তার এলাকা টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়। সেখানকার এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠে এবং কালিহাতী সদর উপজেলায় শাহজাহান সিরাজ কলেজ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

কালিহাতী উপজেলা সদরে এই মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার দেওয়া হয়।