সিপিবি নেতা হায়দার আকবর খান রনো করোনাভাইরাসে আক্রান্ত

বর্ষীয়ান বাম নেতা সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2020, 10:12 AM
Updated : 29 June 2020, 01:08 PM

তার নমুনা পরীক্ষা করে রোববার রাতে করোনাভাইরাস পজেটিভ আসে বলে সিপিবির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রনো ভাই কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। রোববার তার নমুনা নেওয়া হয়। রাতে জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

“এখন তার জ্বর ১০২ থেকে ১০৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।” 

১৯৪২ সালে জন্ম নেওয়া হায়দার আকবর খান রনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পড়ার সময় গোপনে কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হন। ১৯৬২ সালের সামরিক শাসনবিরোধী আন্দোলনের সময় তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।

মুক্তিযুদ্ধের সংগঠক রনো ৯০ দশকের সামরিক শাসনবিরোধী আন্দোলনসহ এরশাদ পতনের গণঅভ্যুত্থানের সংগঠক ছিলেন। রাজনীতিকের পরিচয়ের বাইরে তিনি তাত্ত্বিক ও লেখক। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৩।