করোনাভাইরাস: জাপা নেতা শাহজাহান তালুকদারের মৃত্যু

জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ শাহজাহান তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2020, 09:27 AM
Updated : 28 June 2020, 09:27 AM

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা ১০টার দিকে তার মৃত্যু হয় বলে জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান।

তিনি জানান, গত ২১ জুন নমুনা পরীক্ষায় শাহজাহান আলী তালুকদারের সংক্রমণ ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য ২৪ জুন তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

৬৫ বছর বয়সী শাহজাহান তালুকদার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পেশায় আইনজীবী শাহজাহান ১৯৮৮ সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে বগুড়া-৫ ( ধুনট-শেরপুর)  আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এক সময় বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্বও তিনি পালন করেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেন, “প্রয়াত শাহজাহান তালুকদার ছিলেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত অনুরাগী। গণমানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন তিনি।

“হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে তার অবদান অক্ষয় হয়ে থাকবে। শাহজাহান তালুকদারের মৃত্যুতে জাতীয় পার্টি এক আদর্শবান নেতাকে হারাল।”

জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাঁও দলের এই নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন।