মহামারীর দিনেও সরকার ভিন্নমতের বিরুদ্ধে ‘বেপরোয়া’: বিএনপি

সরকার এই মহামারীর দিনেও বিরোধীদলসহ ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে ‘বেপরোয়া’ হয়ে উঠেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2020, 06:26 AM
Updated : 26 June 2020, 06:26 AM

জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিকটিমস অব টর্চার’ উপলক্ষে এক বিবৃতিতে এই অভিযোগ করেছে দলটি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলেন, “বিশ্বব্যাপী কোভিড-১৯ এর আগ্রাসনের মধ্যেও বিএনপি নেতা-কর্মীসহ ভিন্নমত পোষণকারীদের বিরুদ্ধে গুম, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের হিড়িক থেমে থাকছে না। বরং সরকারের জুলুমের গতি পূর্বের মতই চলমান আছে।

“অবৈধ শাসকগোষ্ঠী নিজেদের অস্তিত্ব রক্ষায় বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর জুলুম নির্যাতন চালাতে আরও বেপরোয়া হয়ে উঠেছে। কারণ বিরোধী শক্তি যেন সরকারের বিরুদ্ধে মাথাচাড়া না দিতে পারে, সেজন্য বিভিন্ন অভিযানের নামে সারাদেশে বেআইনি হত্যার হিড়িক পড়ে গেছে।”

বিএনপি মহাসচিব বলছেন, “এই সমস্ত অভিযানে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের বেছে বেছে হত্যা করা হয়েছে, এখনো মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। দেশের মানুষের ন্যায়বিচার পাওয়ার সকল পথ বন্ধ হয়ে গেছে।”

আন্তর্জাতিক এ দিবসে সকল নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিশ্বের সকল গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মিথ্যা ও বানোয়াট’ মামলায় দুই বছরের বেশি সময় সাজা দিয়ে ‘নির্যাতন করা’ হয়েছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।

আন্তর্জাতিক এ দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিবৃতি দিয়েছেন।