ঈদের দিন বিএনপি নেতারা যাবেন জিয়ার কবরে

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ পুরো বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। 

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2020, 09:58 AM
Updated : 24 May 2020, 09:58 AM

তবে করোনাভাইরাস মহামারীর মধ্যে এবারের ঈদে বড় আকারে কোনো আনুষ্ঠানিকতা দলটি রাখছে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা সোমবার ঈদের দিন বেলা ১১টায় জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন। এছাড়া দলীয়ভাবে আর কোনো কর্মসূচি রাখা হয়নি।

দলটির নেতারা জানিয়েছেন, তাদের চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় নিকট আত্মীয়দের নিয়েই ঈদ উদযাপন করবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বার্তায় সবাইকে ঈদ মোবারক জানিয়ে মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

করোনাভাইরাস সঙ্কটেও বাংলাদেশ ও বিশ্বের মানুষ যাতে নিরাপদ থাকতে পারে, আল্লাহর কাছে সেই প্রার্থনা করেছেন তারা।

শুভেচ্ছা বার্তায় তারা বলেন, এ পরিস্থিতিতে আগের মত সবাইকে নিয়ে ঈদের আনন্দ করা সম্ভব হবে না। তবু যে যেখানে থাকুক, নিকটজনদের নিয়ে যেন ঈদের আনন্দ ভাগ করে নেয়। কোনো অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে, সচ্ছল ব্যক্তিরা যেন তাদের পাশে দাঁড়ান।