খালেদার নামে কেরাণীগঞ্জের ঘরে ঘরে শাড়ি বিলি গয়েশ্বরের

করোনাভাইরাস সংকটের মধ্যে আসা ঈদ উপলক্ষে কেরাণীগঞ্জের দরিদ্র পরিবারগুলোর মধ্যে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2020, 11:35 AM
Updated : 22 May 2020, 11:35 AM

গয়েশ্বরের পুত্রবধূ ও দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর শুক্রবার এসব উপহার পৌঁছে দেন।

কেরানীগঞ্জের ৪৫টি ওয়ার্ডে সাড়ে ২২০০ শাড়ি ও লুঙ্গি গয়েশ্বরের পক্ষ থেকে বিতরণ করা হয়।

এ বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাস সংক্রমণের কারণে আমি এখন সর্বক্ষণ বাসায় কোয়ারেন্টিনে থাকছি। আমার নির্বাচনী এলাকার মহিলাদের জন্য এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে তাঁতের শাড়ি পাঠিয়েছি। প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতাদের দায়িত্ব দিয়ে ঘরে ঘরে এই শাড়ি পৌঁছানো হয়েছে।”

তিনি জানান, এই ঈদ উপহার ছাড়াও কেরানীগঞ্জবাসীর জন্য চাল, ডাল, আলু, তেল, লবণ নিয়ে একটি প্যাকেটও দেওয়া হয়েছে।

রাজধানীর বিভিন্ন স্থানে দুঃস্থদের মাঝে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ‘ঈদ উপহার সামগ্রী’ দেওয়া হচ্ছে। এই ঈদ উপহারের প্যাকেটে চাল, ডাল, লবণ, আলু, তেল, সাবান, গুঁড়া দুধ ও সেমাই রয়েছে।

শুক্রবার উত্তরা ৪৭ নম্বর ওয়ার্ডে স্থানীয় বিএনপির উদ্যোগে দুঃস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে লুঙ্গি দেওয়া হয়। ঈদ উপহার হিসেবে শাড়ি প্রথম দেওয়া হল কেরানীগঞ্জে।