ঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন জোরদার করার আহ্বান বাম দলগুলোর

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কাজ জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাম দলগুলো।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2020, 04:39 PM
Updated : 21 May 2020, 04:39 PM

বিভিন্ন সংগঠনের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবির কথা উল্লেখ করা হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত এক বিবৃতিতে ঘূর্ণিঝড়ে নিহতদের পরিবার, আহত, ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়, “করোনা সংকটে ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশের মানুষের জন্য ‘মরার উপর খাড়ার ঘা’ হিসাবে আবির্ভূত হয়েছিল।”

তারা ঘূর্ণিঝড় মোকাবেলায় আগাম সতর্কতা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা সঠিকভাবে প্রণয়ন করে পুনর্বাসন কার্যক্রম জোরদার করা এবং ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধগুলো দ্রুত মেরামত করে ফসলের জমি লবণাক্ততা থেকে মুক্ত করার দাবি জানান।

বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ এবং কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি মুজাদিুল ইসলাম সেলিম,  সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক বৃহস্পতিবারএক যুক্ত বিবৃতিতে ঘূর্ণিঝড় আম্পানে উপকূলীয় জেলাসহ অন্যান্য জেলায় নিরপেক্ষভাবে দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া ও পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

একই সাথে রাস্তাঘাট ও বাঁধ জরুরি ভিত্তিতে মেরামত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।