সরকারি ত্রাণ বিতরণে দুর্নীতি হচ্ছে: জাসদ

করোনাভাইরাস মহামারীর মধ্যে দুর্গতদের জন্য সামাজিক নিরাপত্তার আওতায় সরকারের দেওয়া ত্রাণ বিতরণে দুর্নীতি ও অনিয়ম হচ্ছে অভিযোগ করে এসবের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা জোরদারের দাবি জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2020, 01:56 PM
Updated : 10 April 2020, 01:56 PM

ক্ষমতাসীন আওয়ামী লীগের জোট শরিক দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

জাসদ নেতাদের বিবৃতিতে বলা হয়, “প্রধানমন্ত্রী বার বার কঠোর হুঁশিয়ারি উচ্চারণের পরও করোনাভাইরাস সংকটকালে লকডাউন পরিস্থিতিতে হঠাৎ কর্মহীন নিরূপায় অসহায় মানুষের জন্য সরকার যে খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে, সেই কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে বহু জায়গাতেই প্রকৃত খাদ্য সহায়তা প্রার্থীর তালিকা প্রণয়ন ও খাদ্য বিতরণে সমন্বয়হীনতা-দুর্নীতি-স্বজনপ্রীতি-দলবাজি-দলীয়করণ করা হয়েছে।

“ওএমএসের চাল কালোবাজারে বিক্রি, ত্রাণের চাল আত্মসাৎ ও চুরি এবং মজুদদারির ঘটনার খবর আসছে।”

এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়ে জাসদের বিবৃতিতে বলা হয়, “মুখ না দেখে এসব দুর্নীতিবাজ, চোর, আত্মসাৎকারী, কালোবাজারি, মজুদদারদের মোবাইল কোর্টে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।”