ত্রাণের নামে জমায়েত করা যাবে না: কাদের

ত্রাণসামগ্রী বিতরণ করতে গিয়ে জমায়েত না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2020, 10:27 AM
Updated : 4 April 2020, 10:55 AM

শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, “ঘরে আমরা সুরক্ষা সামগ্রী নিয়ে সুরক্ষিত থাকব। আর বাইরে অদৃশ্য শক্তি করোনা, এই অদৃশ্য শক্তিকে মোকাবিলা করতে হবে ঘরে ঘরে সুরক্ষা শক্তি নিয়ে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। আমাদের কোনো অবস্থাতে শঙ্কিত হওয়া চলবে না, আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের লক্ষ রাখতে হবে আজকে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে অধিকতর জমায়েতের মতো বিপদজনক পথ বেছে না নেই। কোনো অবস্থাতেই জমায়েত করা যাবে না।”

করোনাভাইরাস নিয়ে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সারা বিশ্বে করোনা পরিস্থিতি আজ এক ভয়াবহ রূপ ধারণ করেছে, এ যাবৎ বিশ্বে ১১ লাখ মানুষ আক্রান্ত হয়েছে, প্রায় ৫৭ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এই প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে। আমাদের দেশ তুলনামূলকভাবে অনেক ভালো।

“আজকে ইতালি স্পেন যুক্তরাষ্ট্র ফ্রান্সের মতো দেশে যে ভয়াবহ অবস্থা সেই তুলনায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৩১টি নির্দেশনা মেনে আমরা সবাই একযোগে সংঘবদ্ধভাবে এই অদৃশ্য শত্রুর মোকাবিলা করে চলছি।”

স্বাস্থ্যবিধি মেনে চললে দেশ অচিরেই ভালোর দিকে যাবে বলে আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, “এ ব্যপারে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করতে হবে। দলীয় নেতাকর্মীদের কাছে আমার আহ্বান, সুদিনের প্রত্যাশায় আজকের সাময়িক কষ্ট মেনে চলতে হবে, দেশবাসী যেন সুদিনের আশায় আমরা সাময়িক ত্যাগ স্বীকার করব- এটা যেন আমাদের মাথায় থাকে।

“স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা অবশ্যই এই মহাসংকট থেকে নিজেদের রক্ষা করতে পারব। নিজেদের জীবন ও জানমাল রক্ষা করতে পারব।”