খালেদার মুক্তিতে বিশ্বাসযোগ্যতা হারাল সরকার: সেলিম

আকস্মিকভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 05:52 PM
Updated : 25 March 2020, 05:52 PM

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার মুক্তি পাওয়ার পর তা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সেলিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের মন্ত্রীরা এমনকি খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত এত দিন বলে এসেছেন. ‘এটা আইনের বিষয়, আমাদের কিছু করার নেই’।

“এখন যখন মুক্তি দেওয়া হল, সরকার মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।”

বৈশ্বিক মহামারীতে রূপ নেওয়া নভেল করোনাভাইরাসের দেশে প্রাদুর্ভাবের মধ্যে সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে ছয় মাসের জন্য খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে।

দুর্নীতির দায়ে ১৭ বছর দণ্ড ভোগের মধ্যে ২৫ মাস পর বেরিয়ে নিজের বাড়িতে উঠেছেন বিএনপি চেয়ারপারসন।

সিপিবি সভাপতি বলেন, “দেশে এখন দুর্যোগের সময়, সামাজিক-রাজনৈতিক সব শক্তি মিলে এখন সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার। আশা করব, সরকার এই মূল জায়গা থেকে মানুষের দৃষ্টি যেন অন্য দিকে সরিয়ে না নেয়।”

খালেদার মুক্তির বিষয়ে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার মানবিক কারণে তাকে মুক্তি দিয়েছে। এতে আমরা খারাপ কিছু দেখছি না। তবে পুরো বিষয়টি আইনগত। এ বিষয়ে বেশি কিছু আর মন্তব্য করতে চাই না।”